ফাইল ছবি
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার জামালগঞ্জের রাধানগর গ্রামের বাসিন্দারা জানান, রাত ১১টার দিকে খাবার খেয়ে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই গ্রামের পশ্চিমপাড়ার কালন মিয়ার টিনশেডের বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে।
প্রায় আধাঘণ্টার ব্যবধানে পাড়ার শ্রমিক কালন মিয়া, তৈয়বুর রহমান, আতাবুর মিয়া, জাকির হোসেন, আনা মিয়া, আইন উদ্দিন, রুহুল আমিন, নারী কৃষি শ্রমিক বানেছা বেগাম ও রিনা বেগমের টিনশেডের বসতঘরসহ একে একে ৯টি বসতবাড়ি আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়।
জামালগঞ্জের রাধানগর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক কালন মিয়া বলেন, প্রথম আমার ঘর হতেই আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা নির্ণয় করতে পারিনি। আমরা প্রত্যেকেই দরিদ্র কৃষি শ্রমিক; দিন আনি দিন খাই। এখন কি করে ঘরই তৈরি করব; আর কি করে সংসার চালাব?
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে রাতেই রাধানগর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা অনুযায়ী খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।